• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাঝে হাঁস- মুরগি বিতরণ

  • ''
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস- মুরগি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব হাঁস- মুরগি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুচয়ন চৌধুরি, থানার ওসি নুরুল হুদা, মেয়র ইসমাইল হোসেন, ডাক্তার আরেফিন আজিম প্রমুখ।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুচয়ন চৌধুরি বলেন- উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ৪৯০জন সুবিধাভোগীকে জনপ্রতি ২০টি করে উন্নত জাতের হাঁস- মুরগি দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads